সুপ্ত-প্রিয়া

 সুপ্ত-প্রিয়া

- মোঃ আবু তালেব

বুক ফাটে তাও মুখ ফুটে না
এই ত তোমার পরিচয়।
তাই ত আমায় ভালবেসেও
তোমার অমন অভিনয়।

ভাবটা এমন কচি খুকি
নাক দিয়ে যেন দুধ গলে।
আমি কিন্তু ঠিকই বুঝি
অন্তরটা যে খুব জ্বলে।

আরো জানি, আমার প্রেমে
কেমন তোমার দিল মাতাল!
দেখলে আমায় কাঁপো কেন?
গোলাপী হয় কান আর গাল!

আমার বুকেও জ্বলছে আগুন
জলে নেভার অনল না!
তুমি কাছে এলেই তবে
চিরতরে নিভবে তা।

লাজ-শরমের মাথা খেয়ে
এবার বল মুখ-ফুটে।
তবেই পাবে মিষ্টি চুমু
গোলাপ ফোটা লাল ঠোঁটে।