কবি

কবি

- উষসী

ভালোবেসে কেউ হয় প্রেমিক, কেউ হয় উন্মাদ,
কেউ হয় সফল আর আমি হয়েছি কবি।।

ভালোবেসে তাকে নিয়ে লিখেছি কতশত কবিতা
ছন্দময় ছন্দহীন সেই কবিতা পড়ে
তার হাসির ঝংকারে
মনে হয়েছে জন্ম যেন সার্থক।।

ভালোবাসলে পাশে থাকা যায়
সব সমস্যা একসাথে মোকাবেলা করা যায়
দুই হাতে তাকে আগলে রাখা যায়
ছেড়ে যেতে লাগে শুধু বাহানা।।

আমি সুখি,
দু বেলা পেটপুরে খেতে না পেয়েও সুখী
ছেড়া কাপড় মলিন জামা পরেও খুশি
সে আমার সাথে আছে সেটাই আমার বড় শক্তি, অবলম্বন।।

খুনসুটিতে ভরা আমাদের সংসার
ঝগড়া যে একদমই হয়না তা নয়
কিন্তু সেই ঝগড়া টানাহেঁচড়া করে একেবারে যে কথা বলা বন্ধ করবো
সে আমাদের কম্ম নয়।।

জীবনের সব ঝড়ঝাপটা একসাথে মোকাবেলা করে
সুখে দুঃখে পাশে থেকে
সাহস দিয়ে সামনে এগিয়ে যাবার নামই জীবন, সংসার।।
আর সাথে যদি ভালোবাসা থাকে তাহলে জীবনটাকে মনে হবে এক টুকরো স্বর্গ ।।

জগতের সবাই ভালো থাকুক
আমার মতো সবাই ভালোবেসে কাঁচা হাতে কাচা কবিতা লিখে কবি হয়ে যাক।
ভালোবাসা বেঁচে থাক।।