কণ্ঠের বিপ্লব

কণ্ঠের বিপ্লব

- মোঃ আবু তালেব

বর্ষার মেঘে লুকিয়ে ছিল আগুন,
বৃষ্টির ধারে ধুয়ে যায় অন্যায়ের ধূলি।
তারুণ্যের চোখে দেখা যায় যে স্বপ্ন,
সীমাহীন সাহস, প্রতিশ্রুতির মুলি।

মিছিলের শব্দে কাঁপে শহরের রাস্তা,
"গণতন্ত্র ফেরাও!"—এই ছিল শ্লোগান।
ডিজিটালের আলোয় মিটে যায় আঁধার,
তরুণের কণ্ঠে ওঠে নতুন গান।

আকাশ জানে, মাটিও বোঝে,
বৃষ্টি শুধু জল নয়, প্রতিবাদের ভাষা।
জুলাই-আগস্ট হয়ে রইল স্মৃতি,
মানুষের বিজয়, গণতন্ত্রের আশা।