স্মৃতি আমার

স্মৃতি আমার

- আবির মেঘ

স্মৃতি আমার বড় মিষ্টি ছিল
জীবনের গল্পগুলো বড় তুষ্ট ছিল
দিন কাটতো আমার কষ্ট শেষে
রাত্রি নামলে দিবস চোখ জুড়াতো।

এক আকাশ স্বপ্ন আমার ঘুমের ঘোরে
এক পষলা মিষ্টি আমেজ বৃষ্টি হয়ে নামতো
এক সোনালি সকাল আমায় খুব করে ডাকতো
কল্পনায় ছবিগুলো লিপি করে তুলে রাখতো।

কখনো তুমি মনজুড়ে ছিল না তার থায়
দুটি জীবন বড় আপন,রক্তের বাঁধন
এইদিন দূর্দিন ঘনিয়ে আসবে নিকটে
স্মৃতি কখনো দেয়না সাই এই যন্ত্রণা দুঃসহময়।

স্মৃতির পাতা উল্টে দেখেনা অনেকে
পরিবর্তনকে আধুনিকে বলে আপডেটেড
রুচির স্মৃতি পুরনো দিনের ভুলে গিয়ে
আজ সোনালী সময়ে শখের পড়তে পসর।

স্মৃতির পুরোটা চোখে ভাঁসে আমি চেয়ে দেখি
চাপা শ্বাস একটা চাপা কষ্ট নিয়ে বুকে আমি
ভেবে দেখি কখনো একলা আঁড়ালে অন্ধকারে
খুব করে স্মৃতি তাড়না দেয় এই জীবন নিয়ে।

ভাবতে অবাক লাগে সময় কিন্তু রয় না এক
অদূরে তাঁকিয়ে থাকা চাতক পাখিটা অবুঝ
নিরুদ্দেশ কোথায় খোঁজবে সেই সুখও সময়
সে শুধু জীবনের সাথে জড়ানো পুরনো স্মৃতিক্ষণ।