স্নিগ্ধ মুখের মা
- শাহ্ আলম আল মুজাহিদ
মায়ের মতো এমন
স্নিগ্ধ, শীতল বদন
আর কোথাও দেখি না।
রতনে করিয়া যতন
হেরি মায়ের স্বপন,
কিছুতেই তারে যেন ভুলি না।
মা আছে বলে সংসারে
সুখ-সমৃদ্ধিতে ভরে,
লুটাই মায়ের পরশ-ছায়াতলে।
দুঃখ শত ভুলে যাই
মায়ের আঁচলে তাই,
মলিন বদন কভু মুছিলে।
মায়ের মুখের ভাষা
পুরায় মনের আশা,
ইচ্ছে তাই ডাকি আপন মনে।
মায়ের হাসিমুখ
পরাণে জাগায় সুখ,
দুঃখ যেন না দিই তাঁরে জীবনে।
অসহায় শিশুকালে
থাকিয়া মায়ের কোলে
লালিত হয়েছি নিরাপদে।
থাকিলে দূরে কভু,
আশীর্বাদ থাকে তবু—
রক্ষা পাই যেন তাই আপদে।
লুটাই মা ইবাদাতে,
সন্তানের বেদনাতে
দোয়া করে দুই হাত যুগলে।
সেলামি মায়ের চরণে,
করি তাঁরে অনুসরণে—
মরি যেন বৃদ্ধ মায়ের কোলে।