কথাা

কথা

- ইরফান সাদিক ইমন

তুমি কি খুঁজবে আমায়
যদি হারিয়ে যাই নাকি খুঁজবে নিবে অন্য কোন ভালোবাসা কে
আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তোমাকে ।

তোমার সেই কণ্ঠ্য কে, তোমার সেই চোখ কে

তোমার কাঁপা ঠোঁটের সেই প্রথম কথা কে।

ঘেমে যাওয়া নরম তুলোর মতো হাত কে

ঘামের জন্ম দেওয়া সেই সিক্ত ললাটকে।

আমি বিশ্বাস করি,
আমি বিশ্বাস করি তোমাকে।

তোমার সেই পালানোর বৃথা চেষ্টা কে

তোমার চোখের সেই নিচু দৃষ্টিকে-
লুকিয়ে দেখার চেষ্টা করা সেই চোখ দুটো কে।

তোমার সেই গরম নিঃশ্বাস কে
আমি মাতাল হতে চাই খুব চেনা সেই গন্ধে

তোমার সেই চঞ্চল কথাগুলোতে

শুধু পাগল হতে চাই তোমার চুলের চাপা গন্ধে।

আমি হাজারো নারীর ভীরে খুঁজে পাবো তোমাকে

তুমিও পাবে যদি মন থেকে যুক্তো আমাকে !

আমি অনুভব করি, আমি বিশ্বাস করি, তোমার সেই নিশ্চুপ আলাবাসাকে।