মনস্তত্ত্বের অন্তঃসলিলে অসন্তোষা

মনস্তত্ত্বের অন্তঃসলিলে অসন্তোষ

- আজাহার রাজা

অসন্তুষ্টির কষ্ট তাৎক্ষণিক ক্ষত নয় নীরব সুদীর্ঘ আত্মক্ষয়,
অপ্রাপ্তির অন্তর্গত আগ্নেয়শিলায় অভিমান অবদমিত আকাঙ্ক্ষার অগ্নিসংযোগ,
চাহিদার অতলান্তে প্রত্যাশা পরিতৃপ্তি অনধিগম্য পুরাণ,
প্রাপ্তি অপূর্ণতার শ্বেতপাথরে খোদাই বিলুপ্ত সভ্যতার কিংবদন্তি।।

মনস্তত্ত্বের অন্তঃসলিলে অসন্তোষ জন্ম নেয় স্বপ্নভঙ্গ–সম্ভূত গর্ভযন্ত্রণায়,
সন্ধিক্ষণে দাঁড়িয়ে আত্মা নিজস্ব প্রশ্নমালার কাঠগড়ায়
প্রত্যাশার উত্তরাধিকারী অপ্রাপ্তির পরিণত ব্যাকরণ ।

সমাজবদ্ধ সুখের অলঙ্কৃত কাব্যে হাসি আরোপিত মুখাবয়বে,
ভেতরে রচিত বিষণ্ণতার অনুচ্চারিত শাস্ত্র, অপরাধবোধের অনুচ্ছেদ,
অসন্তুষ্টি উচ্চস্বরে অ-প্রতিবাদ আত্মা ভাঙাচোরা,
সংশয়াক্রান্ত, বিশ্বাসক্ষয়ের ধূলিধূসর প্রান্তরে নিঃশেষিত ।