স্তালিনের চোখ!
- আতাউল হাকিম আরিফ
পাথরে বাঁধা শরীর, বেগচ্যুত জীবনের সুতো
ট্রামের শব্দের মতো প্রাণপণে চ্যাঁচাতে থাকি,
মত্ত কণ্ঠস্বরে প্রকাশিত হতাশার গল্পগুলো
পুনঃ পুনঃ জন্ম হতে থাকে, ঠাণ্ডা বুকের কাছে
ধরা দেয় প্রাচ্যদেশ জুড়ে থাকা অন্ধকার!
ওড়াউড়ি করছে দিকচিহ্নহীন ভ্রম বাতাস।
সর্বাঙ্গে সর্বনাশের ছায়া, গোপন মেঘে বজ্রপাত
প্রতিক্রিয়ায় জেগে উঠে স্তালিনের চোখ!
আমাদের জীবন মাছির ভনভন শব্দের মতো,
মধ্য যৌবনের মহাসঙ্গীতেও গভীর ছদ্মবেশ!
অজস্র জঞ্জাল গায়ে মেখে আমাদের আয়ু ক্ষয়ে যায়।