সৃষ্টিতত্ত্ব

সৃষ্টিতত্ত্ব

- মোঃ আবু তালেব

আমার সৃষ্টি মাটিতে আর তুমি আমার বুকের হাড়ে;
নয় এ আমার মুখের কথা, খোদার কালাম অনুসারে।
তোমায় ছাড়া তাই ত আমার কাঁদে পরাণ, বুঝনাকি?
দেহের খিদে মেটাতে নয়, আসো আমার মনাহারে।