সীমান্তের আকাশ

সীমান্তের আকাশ

- মোঃ আবু তালেব

নদী জানে না সীমানা কোথায়,
মাটির গন্ধও ভাগ হয় না তবু।
পাহাড়ের ছায়া, বাতাসের সুর,
সবই তো মেলে এক মানব রূপ।

তোমার হাতে রাখো আমার হাত,
ভাঙি দেয়াল, গড়ি নতুন স্মৃতিপথ।
ভাষার ওপারে ভাষা, তবু
চোখের ভাষা জানে না দূরত্ব।

শান্তির পতাকা উঠুক হৃদয়ে,
অভিমানের ধুলো মুছে যাক চিরতরে।
সীমানা যদি থাকে কেবল মানচিত্রে,
তবেই আকাশ হবে সবার, অখণ্ড।