সম্পদের পাহাড় গড়ে খুঁড়ে খুঁড়ে
জমিনের নিচু থেকে উপরে
অট্রালিকা আলীশান বাড়ি ঘরে।
অর্থ টাকা জমা হয় ব্যাংক ব্যালেন্সে
রঙচঙে সাজে কেউ নতুন রুপে
কারো জাগে স্বাদের বাহার।
আকাঙ্খার শেষটুকু নয় যেন শুধু
সম্পদের পরিমাণে আকাঙ্খা
ফুরোবে না তাদের কভু।
এই সম্পদ আজ আছে কাল নাও
থাকতে পারে এই ভাবে জমা
কল্যাণের বাইরে সম্পদ ফাঁকা।
ধনীর সম্পদ ফুরোয় নিঃস্ব হয় সে মূহুর্তে
কেউ চলে যায় মূল্যহীন সম্পদ রেখে একা
কবরে সম্পদ যেন সাপ বিচ্ছুতে রুপান্তর রাখা।
সম্পদের বড়াই তবু কমেনা কারো
যার আছে যত তার চাই আরো
মানবতার তরে আত্না কাঁপেনা অনেকেরও।
সম্পদ শেষ আছে মালিক হবে থরে থরে
সম্পদ আজ আছে তোমার
কবে জানি সে যাবে চলে অন্যের ঘরে
সম্পদ যদি রাখো বাজি অসহায়ের তরে
মনে রেখো সে সুখ তুমি পাবে পরকালে
একদিন চিরস্হায়ী সুখ মিলবে সেখানে।
দাবি দাওয়া তুলে ধরে কেউ সম্পদের লাগি
আন্দোলনরত কত মানুষ; শান্তিকামী
দাবি কারো নিষ্ঠুর মানবতা খেলাপী।
তবু কিছু দাবি আছে মেনে নেয়া দায়
অনেকে আছে এ জগতে তারা জোট
সম্পদ ও দাবির রোষে কাঁদে আর্ত নিরুপায়।