সবার কাছে শেখার আছে
- শাহ্ আলম আল মুজাহিদ
খোকার কাছে হাসতে শিখি,
মধুর কথা বলতে,
মহানন্দে জীবনটাকে
রঙিন করে তুলতে।
কাকার কাছে শিখি আমি
স্বাধীনভাবে চলতে,
কঠোর শ্রমের ক্লান্তি বুকে
সুখের আলো জ্বালতে।
দাদুর কাছে হাঁটা শিখি,
আদর্শ জীবন গড়তে,
মায়ের কাছে শিখি ভাষা,
মধুর সুরে গাইতে।
শিশু, নারী, যুবক, বৃদ্ধ—
সবার কাছেই শেখার আছে,
জীবনের পথে চলতে ফিরতে
সব মানুষের প্রয়োজন আছে।