সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি

সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি

- মোঃ আবু তালেব

সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি
বাজে রাধা রাধা নামে...
আর নয় দেরী-চল ত্বরা করি
(সখী) চল যাই ঐ ব্রজধামে।।
সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি...

যেতে দেরী হলে পরে-
মান করে শ্যাম ফিরে যায় যদি-
যেতে দেরী হলে পরে।
ও তার মান ভাঙাবে সাধ্য কার আছে
এ ভূল্যোক মাঝারে...!
সে যে ব্রজধামে এসেছে শুধু রাধারে দেখিতে।
যদি মনের সাধ তার না মেটে!
মহা পাপী হবো আমি
শ্যামল এ জগতে।।
সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি...

যোগী যদি প্রাণের হরী-
গৃহ কী আর নয়গো নরক-
যোগী যদি প্রাণের হরী!
আমার গৃহের মায়া ভেঙেছে যে আজ
বঁধুয়ার অনুরাগে।
যাব যমুনাতেঃ জল নিতে নয়
(সখী) শ্যামের অভিসারে...।
আমার এই রূপ, এই গুণ সব মিছে
যদি শ্যামের গলার মালা হতে
না পারি সংসারে...।।
সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি...

শ্যামের গলার মালা হতে
মন যে আমার আজ উদাসী-
শামের গলার মালা হতে।
হব গলার মালা-
মিটাতে যে সখী জনমের সব জ্বালা।
সে যে কালো সখী তোদের চোখে-
আমার চোখের আলো।
যদি তার তরে প্রাণ না পূড়ে-
এ জনমের কি দাম আছে
বল সখী ওলো?!!
সখী ঐ শোনা যায় বাঁশের বাঁশি...