শ্যাম তোমারে ভালবেসে

শ্যাম তোমারে ভালবেসে

- মোঃ আবু তালেব

শ্যাম তোমারে ভালবেসে
মরছি পূড়ে-জ্বলে...
তোমায় আর কত বাসিব ভালো
শ্রী-ভূমন্ডলে!

মহাপাপী হব জানি, তবু দুঃখ নাই-
কি সুখে বাঁচিব যদি শ্যাম তোমারে হারাই?
তাইতো তোমার নাম লিখেছি
আমার চরণতলে!।।
তোমায় আর কত বাসিব ভালো
শ্রী-ভূমন্ডলে!

করি না লোক-লজ্জার ভয়- দেখি না সিঁথ-শাঁখা,
শুধু জানি ক্বলজেটাতে তোমারি নাম লেখা।
তাই তুমি ডাকিলেই আসি-
যমুনার-ই জলে।।
তোমায় আর কত বাসিব ভালো
শ্রী-ভূমন্ডলে!

কালা কালা বলে সদাই জপি জপমালা-
তবু তোমার ভরে না মন, বাঁশের বাঁশিওলা।
তাই বাঁশি বাজিলেই আসি-
কদম তরুর মূলে!।।
তোমায় আর কত বাসিব ভালো
শ্রী-ভূমন্ডলে!