শোকের সমান্তরালে

শোকের সমান্তরালে

- আতাউল হাকিম আরিফ

১৬ আগস্ট-১৯৭৫ শুভ্র সকালের বদলে জন্ম নিলো সবচেয়ে গভীরতম কালো দিন
দৃশ্যত নিস্তব্ধ হয়ে গিয়েছিলো আমার স্বদেশ!
৭ কোটি মানুষের যে বুক ভরে গিয়েছিলো স্বাধীনতার আশ্চর্যরকম আস্বাদনে
সে বুক গুমরে কেঁদে উঠেছিলো-আমাদের মুজিবর আর নেই!
সেদিন অজস্র বিলাপধ্বনিতে আকাশ থেকে বৃষ্টিধারার মতো ঝরে পড়লো অভিশাপ
আমাদের হাঁড় মজ্জায় লেগে গেছে কলংকের কালো তিলক।
রাজরক্তের স্রোত এক প্রবাহমান নদীর মতো ভাসতে ভাসতে
সর্বত্র-ছড়িয়ে দিয়েছিলো দীর্ঘ শোক ও দুঃখযাত্রা!

সেদিন খুনিদের আস্ফালন দেখে আত্মস্বর লুপ্ত হয়েছিলো অনেকের
কেউকেউ আবার নরকের ধোঁয়াশায় বুদ হয়েছিলো কিংবা বারুদগন্ধে...
শোকের মাতম এখনো থেমে যায়নি, তথাপি শোকের সমান্তরালে-
বাঙালির হৃদয় আজ মুজিবীয় চেতনায় প্রজ্জ্বলিত এক বাতিঘর
যেখানে খুনিরা ভেবেছিলো আলো নিভে যাবে চিরতরে, তারা বুঝতে পারেনি-যে আলোয় উদ্ভাসিত মুজিবর
সে আলো কখনোই নিভবে না, অনর্গল-অনাদিকাল ধরে জ্বলতেই থাকবে।