লাল ইশতেহার (জীবনের প্রথম ভাগ)
- মোঃ আবু তালেব
হে বন্ধু, এ সত্য জানো কি?
বৃক্ষের পরিচয় মেলে তার ফলে;
নশ্বর অমর হয় কৃতকর্ম বলে।
কি নেই আমার মাঝে? যোগ্যতা-ক্ষমতা?
অদম্য ইচ্ছা-অবিনবত্ব-সৃজনশীলতা?
প্রখর দূরদৃষ্টি দিয়ে দেখিঃ
আমাতে আমার পিতার পরাজয়।
আমি পিতার পরিচয়ে নয়,
আমার নামে পরিচিত হয় পিতা।
সে বিশ্বাসেই আমার এ কবিতা।