রূপকল্প (জীবনের দ্বিতীয় ভাগ)
- মোঃ আবু তালেব
সময়ের আহ্বানে- সন্তান নেবে অধিকার নিশ্চয়;
এমনি চলবে- এমনি দেখেছিঃ পৃথিবীর ইতিকথা।
যতই আমি সর্বশ্রেষ্ঠ-পদতলে হিমালয়-
জেনো বন্ধুঃ আমিই আমার সন্তানের পিতা।
আমার সন্তান আমাকে হারাবে তবে-
আমার জীবন পূণঃ সার্থক হবে।।