রাধা প্রেমের প্রেমিক
- মোঃ আবু তালেব
রাধা প্রেমের প্রেমিক যে জন
সেই তো জানে প্রেমের জ্বালা-
কি ভেবেছিস সখি তোরা
সাধে কি আর আমি কালা?!
রাধার প্রেমানলে পুড়ে-
কালো রঙ আজ এই শরীরে।
যতই থাকুক দূরে দূরে
তবু কি রাই যায় রে ভোলা?
কি ভেবেছিস সখি তোরা
সাধে কি আর আমি কালা?!
যখন তারে পড়ে মনে-
যাই ছুটে ওই বৃন্দাবনে।
বাঁশি বাজাই আপন মনে
করি কত ছলা-কলা!
কি ভেবেছিস সখি তোরা
সাধে কি আর আমি কালা?!
কভূ ধেনুর রাখাল সেজে-
ব্রজধামে যাই অকাজে।
একবার যদি আসে কাছে
অমূল্যধন ব্রজবালা!
কি ভেবেছিস সখি তোরা
সাধে কি আর আমি কালা?!