রাতের খাবার

রাতের খাবার

- মোঃ আবু তালেব

(পারসী কবি ওমর খৈয়াম-এর একটি রুবাই অনুকরণেঃ )

আজকে আমার
রাতের খাবার,
জানো তা কি?
ওহে সাকী!
তোমার অটুট
গোলাবী ঠোঁট
আজকে আমার
রাতের খাবার।

ওহে সাকী!
শুনতেছ কী?
সামন দাঁড়াও
গজল শোনাও।
মদালসা;
কারণবারি;
শিরিণ শারাব
পেয়াল ভরি
আমাকে দাও!
আমাকে দাও!

যেমন তোমার
লজ্জা রাঙা
গোলাব কপোল
তেমন চাঙ্গা
তেমন শারাব!
গোলাব শারাব!
গোলাব শারাব!
গোলাব শারাব!

নাচো সাকী
খেমটা নাচো,
নূপূর পায়ে
ঝুমুর নাচো।
তুখোর নেশায়
নীল পেয়ালায়
শারাব হয়ে
এসো প্রিয়ে
যেন আমার
রাতের খাবার!!