রমণী

রমণী

- মোঃ আবু তালেব

কে বলে সরল তুমি? আমি বলিঃ সহজ অংকের জটিল সমাধান।
আমি ত পড়েছি কেবল পীথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ।
বুল আর ডি-মরগান আমার কাছে সহজ ছিলনা কোন কালেই-
তুমি ত এদের চেয়েও জটিলতর বটে, যতটুকু আমার অনুসন্ধান।