মৃত্যুর পদাবলী

মৃত্যুর পদাবলী

- আতাউল হাকিম আরিফ

আতাউল হাকিম আরিফ

সুষমাময়ী চন্দ্রিমা অবলোকন না করে
কবিরাও কিছুসময় মেনে নিয়েছে অন্ধকার!
কবিদের চোখ দেখেছে আজ-
চাকচিক্যময় পলেস্তরা, শক্তির বাসনাবিলাস,
কূটকাজের দীর্ঘ যাত্রারম্ভ সবটায় ছিন্নভিন্ন!

দুরান্ত থেকে ভেসে আসছে অবিরত কান্নার রোল,
মৃত্যগুলোও যেনো ভীষণ সহজ
পরমাসুন্দরী তরুণী, ফুটফুটে সুন্দর শিশু কিংবা দাম্পত্য কোলাহলে মুখরিত কেউকেউ
মুহুর্তেই চলে গেছে,
বিষন্ন চোখ মেলে আছে চতুর্দশী চাঁদখানাও।

কবিরা নিশ্চিতভাবেই জানে দৃশ্যমান প্রকৃতি
এবং আলোকচিত্রের অন্তরালে আরো অধিক
খোঁড়াতে হবে অস্তিত্বের শেকড়!
তবুও তাঁদের চোখেও আজ অশ্রু,
কলমে লেগে আছে অজস্র মৃত্যুর পদাবলী!

দ্রঃ তুরস্ক-সিরিয়া ট্রাজেডির প্রেক্ষাপটে রচিত ( ০৯/০২/২০২৩)