মৃগয় আঁখি

মৃগয় আঁখি

- মোঃ আবু তালেব

কাজলে এঁকেছ কী - অমন মৃগয় আঁখি-
যতই তাকিয়ে থাকি - ফেরে না নয়ন।
হাসির ছলনা হেরি - বিধাতারে স্মরি,
আহা মরি মরি - কী রূপায়ণ!!!

দেয় দিলে দোল - কপোলের টোল,
ঠোঁটে ফুটেছে - লাল জবা ফুল।
কস্তূরী বাসনায় - হৃদয় আকুল-
কেশ শাওন-নিশি - জরীন বসন। ।

এসেছ বঁধু যদি - আমার এ ঘরে,
রজনীকে বলো - চলিতে ধীরে।
বিহগ-বিহগী - আজিকে নীড়ে-
করিতে রহে যেন - দীরঘ শয়ন।।