চারপাশ থেকে হতাশা যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
নিজের ভেতরের সত্ত্বা তখন অসহায়ের মতো ফিসফিসিয়ে বলে
"আমি মুক্তি চাই"
মনের সব গ্লানিরা উঠে এসে গলা চেপে ধরে বলে "তোর মুক্তি নেই"
জীবনের সব ভুলগুলো একে একে চোখের সামনে ভাসে
হতাশা যন্ত্রনায় বিষিয়ে যায় মন
মৃত্যুর চিন্তায় মন ভাবে তখন
জীবন মৃত্যুর দুরত্ব কত যোজন ll
কর্ম
কর্মফল
আমি যে পাপে পাপে পাপিষ্ঠ
এই জীবনে করেছি যত অনিষ্ট
এতো সহজে মিলবে কি করে মুক্তি??
আমি মুক্তি চাই
আমার মুক্তি নেই
এই কষ্টভোগে পাপ মোচনে তবেই একদিন কোনোভাবে যদি মিলে যায় মুক্তি!!
আপাতত সেই দিনের অপেক্ষায়.........