মানুষের মন
- শাহ্ আলম আল মুজাহিদ
এ নিখিল স্বর্গ-মর্ত্য,
শুধুই রহস্যের ছড়াছড়ি।
অণু বলি যাহা,
এড়িয়ে যেয়ো না—আহা!
তাও নয় কম রহস্যর তৈরি।
ক্ষুদ্র পরমাণুর তেজ থেকেই
মুহূর্তেই ছাই হয়ে গেল
হিরোশিমা ও নাগাসাকি।
আবার জাগরণ এলে
অগ্নিস্ফুলিঙ্গও প্রজ্বালিত হয়
ধ্বংসের প্রলয়শিখায়।
ক্ষুদ্র কোষের সৃষ্টি তুমি—
কি ভেবেছো কখনো?
সময় থাকিতে বলি, ওরে মন,
আপন আত্মার জাগরণ আনো।
নিচু জাত বলিয়া কোনো মানুষেরে
করো না গালিগালাজ;
হতে পারে কাল তার কৃপাতেই
জুটবে তোমার কাজ।
মানুষের প্রাণের প্রেম-প্রীতি,
স্নেহ-সান্নিধ্য—
মহামূল্যবান কোকনদ।
উদার মনের মাঝেই পাবে
সব রহস্যের আস্বাদ।