আমাদের মেরুদণ্ড কিছুটা বেঁকে গেছে, স্নায়ুতন্ত্রে শয়তান হাঁটে
মানসিক নগ্নতায় চিন্তাহীন, ত্রাসে অনুতাপ নেই!
হয়তোবা বিলাপ করে মাটি ও চাঁদ, আমরা সুর তুলি!
নষ্টদের অধিকারে সযত্নে নিজেকে এড়িয়ে চলি
শশ্মানযাত্রা শেষে স্নান করে পূত পবিত্র হই!
নির্মম পেষণে, অন্ধকারে কিংবা নরকের ধোঁয়ায়
মানবিকতা লগ্নভ্রষ্টা হোক, আমার তাতে কী!