ভেস্ত যেন হাতের মুঠোয়

ভেস্ত যেন হাতের মুঠোয়

- মোঃ আবু তালেব

তোর গোলাব ঠোঁটের হাসিতে সই কী প্রকারের মাদক মেশা?
অব্ধিজা? কারণবারি? শিরিণ শরাব? দারু-তারি? আঙুর পেষা?
এক ঝলকের হাসির ছটায় সব ভুলে যাই, জীবন পথের কষ্ট যত-
কাউসার জল; ভেস্ত যেন হাতের মুঠোয়, সকল মদই তুচ্ছ নেশা!!