বুকের ভেতর ঠাণ্ডা দীর্ঘশ্বাসের শব্দ হয়, প্রতিধ্বনিও
- আতাউল হাকিম আরিফ
প্রায়শই আমার বুকের ভেতর ঠাণ্ডা দীর্ঘশ্বাসের শব্দ হয়, প্রতিধ্বনিও
ইউরিপিডিস কিংবা সফোক্লিসের নাটকের মতোই জীবনের রঙ পাল্টায়
নিষ্ক্রিয় মগজে প্রতিনিয়ত ছুরিকাঘাত করে অদৃষ্ট নিয়তি
সম্মুখে প্রকাশিত হচ্ছে ঘড়ার মদ, সবুজ হেরেম, কামরূপী চলাকলা
এরমধ্যেও আমি শব্দের ন্যাংটো হাওয়ায় জীবনের অর্থ খুঁজি,
কেননা অভদ্র আচরণ সহ্য করার জন্য আমার মেরুদণ্ড কিঞ্চিৎ বাঁকা
ইতর শ্রেণী কিংবা মহান চোরদের অনুগত দাস না হলেও
অমোচনীয় কালির মতোই বয়ে চলে জীবনের ধারাপাত।