বুকের ভেতরে
- আতাউল হাকিম আরিফ
অনেকগুলো বছর তো কেটে গেলো-
সেই লালরঙা ইষ্টিশন,
রৌদ্দুরে শটিবন পেরিয়ে দূরবর্তী পথ,
কখনোবা মেঘনার কূলে-
বিস্তৃত জলরাশি,
উন্মুক্ত আকাশ ছোঁয়া!
মৃত্তিকা,
সেদিনটাতে তোর বুকের ভেতর
ছিলো রোদ জমা উত্তাপ,
কখনোবা মাটিভেজা বৃষ্টি,
তোর-রূপোর শরীরে বেঁধেছিলাম খঞ্জনী
তবুও তুই চলে গেলি কোন সূদুরে!
এখনো আমি নদীর কাছে-
তোর স্বর শুনতে যাই
অন্ধকারে খুঁজি তোর ছায়া!
এইতো সেদিন-
ঘাতকের ছুরিতে রক্ত বিনিময়ে
তোকে ভুলতে চেয়েছিলাম, পারিনি
কেননা- তোর চোখ দুটো জেগে আছে বুকের ভেতরে!