বিরহশ্লোক
- আতাউল হাকিম আরিফ
আজো আমি খুব নিরবে তোমাকে ভাবছি
পুরোনো সেই স্মৃতিগুলো,
হৃদয়সিন্ধু ভরা তোমার অজস্র ভালবাসা!
জানি, বড্ড দুঃসময়ে এসেছিলাম তোমার কাছে
তোমার বুকের উপর পুড়িয়েছি অজস্র দুঃখ।
অথচ তুমি- শর্তহীনভাবে দুঃখের মতন
এমন তীব্রতাকেও অনায়াসে রুখে দিয়েছ!
সেদিন আমারও অবস্থা হয়েছিলো এমন-
তোমাকে না পেলে হয়তোবা মরেই যাবো!
সত্যিই তো একদিন আমার
ইন্দ্রিয় রুদ্ধ হয়ে অস্ত গেছে দেদীপ্যমান সূর্য,
শেষবার যখন তোমাকে দেখতে পেলাম-
বড্ড অভিমানী তোমার মুখ, হলদে এবং শীতল
অথচ চোখ দুটি জ্বলছিলো ধ্রবতারার মতো!
আজো, তোমার সম্ভ্রান্ত মুখের ছায়া জেগে ওঠে
নিঃশব্দচরণে কাছে এসে গল্প জুড়ে দেয়,
তৃষ্ণাদগ্ধ আমার হৃদয় খুঁড়ে জন্ম নেয় বিরহশ্লোক!