বিপ্লবের বৃষ্টি
- মোঃ আবু তালেব
জুলাই-আগস্টের ভেজা পথ ধরে,
উঠেছিল কণ্ঠ, জেগেছিল শপথ।
তারুণ্যের দাবিতে নদীর ঢেউ,
স্বপ্নের ভিড়ে ইতিহাস বয়ে।
ক্লান্ত শহর, জলজটের বাঁধ,
তবু থামেনি মানুষ, দমেনি সাধ।
ফেসবুকের আলো, মিছিলে সুর,
দেয়াল ভাঙার গল্প রচিত পুর।
অবশেষে এক দাবি—
"যাও, ফিরিয়ে দাও গণতন্ত্রের অধিকার!"
বর্ষার আকাশ সাক্ষী রইল,
এক নতুন ভোরের প্রতীক্ষায় দেশ।