পুরোনু প্রেম!
- আতাউল হাকিম আরিফ
চেয়েছিলাম- জ্বলজ্বলে ক্ষতচিহ্ন বুকে নিয়ে স্তব্ধ হতে, পারিনি
কপর্দকহীন পথ বিভূঁইয়ে যতই হাঁটতে থাকি সমস্ত মায়া-মন্ত্রধ্বনি অবরুদ্ধ করে পথ,
পুরোনো প্রেমিকার মুখ যদি হয়ে উঠে বুকের ক্রাশ
চোখ যদি হয়ে উঠে হিরন্ময় হাতিয়ার, আত্নায় রোপিত হয় সুঘ্রাণ!
এইতো ক্ষানিক আগেই আমার পুরনো প্রেমিকা
হয়ে গেছ একটি উড়ন্ত মাছরাঙা
তখনো আমি ছিলাম নির্বিকার, গঙ্গাতীরের অসতর্ক পথিক
হঠাৎই বুকের ভেতর জেগে উঠলো একটি মগ্নচোখা নদীর ঢেউ
সেইসাথে পুরোনু প্রেমিকার অস্পষ্ট মুখ, সাংকেতিক ভাষা!
জানি, দুরন্ত অন্ধকার পেছলে ফেলে অন্তরীক্ষের আগুন নেভানো যায়না!
যেমনটি ভগ্নহৃদয়ে গঙ্গার গভীরতাও মাপা যায়না।
পুরোনো প্রেম! এখনো স্তব্ধতা ভেঙে প্রায়শই জেগে উঠে!