পার্থক্য

পার্থক্য

- মোঃ আবু তালেব

তুমি দেখ মদের গেলাস, আঙুর পেষা আমার চোখে;
তুমি দেখ স্বচ্ছ আলো, আমি দেখি সপ্তরঙ ঐ সূর্যালোকে।
তোমার আমার চোখের দেখায় এমন অযুত-নিযুত ফারাক-
যদিও ভিন্ন পথের পথিক, খুঁজছি পরম; ভিন্নলোকে।