নীল পেয়ালার কারণবারি

নীল পেয়ালার কারণবারি

- মোঃ আবু তালেব

নীল পেয়ালার কারণবারি, কী নেশা তোর অঙ্গে মেশা!
অনেক পিয়েছি দারু-তারি-লাল সিরাজী-আঙ্গুর পেষা।
আফিমওয়ালী অনেক দেখেছি একজনও কি তোর সমতুল?
এক দেখাতেই মিটলো আমার শত জনমের পিপাসা।

কাউসার জল পাইনি আমি, হয়নি দেখা ভেস্তি হুর।
খোদা জানে, তোমায় দেখার এযে আমার নেশার ভোর।
দিনের আলোর মতই জানি বাড়বে আমার মাথার ঝিম-
সকাল হয়ে অতিদ্রুতই আসবে নিকট ভর-দুপুর।

সন্ধ্যা আমার প্রত্যাশা নয়, দুপুর থাকুক জনমভর।
আমার মতো তোমার মনেও উঠুক প্রেমের ব্যাপক ঝড়।
কড়া রোদের পাশাপাশি চাইছি একটু মেঘ-বাদল-
তোমার আমার মিলন নিয়ে ঐ শোনা যায় ঐশী স্বর।