নারী

নারী

- এ.টি.এম. খোকন

বর্ণগুলো হয়ে উঠুক শব্দ,
শব্দ হোক অভিব্যক্তির পূর্ণরূপ;
বাক্য গুলোও কাব্য হোক,
কাব্য হয়ে উঠুক বিধৌত অবধূত!!
উৎসে তুমি, প্রেরণায় তুমি,
চেতনায় জেগে উঠা মহীয়সী প্রাণ;
ঝঞ্ঝার মত ক্ষিপ্র তুমি,
তুমি প্রতিবাদ প্রতিকূলেও প্রবাহমান!!

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা!! ♥️♥️