নবী দ্বীনের রাসুল
- মোঃ আবু তালেব
আল্লা'র নাম হয় না যেন্ আর ভুল-
নবী দ্বীনের রাসুল।
ভুল করিলে যাবি মারা-
হারাবি দু-কূল,
নবী দ্বীনের রাসুল।।
নবী আওয়ালেতে আল্লা'র নূর,
দ্বিতীয়তে তওবার ফুল,
তৃতীয়তে নবী আমার ময়নার গলার হার।
চৌঠায় সিতারা নবী, পঞ্চমে ময়ূর।।
নবী দ্বীনের রাসুল।।
নবী আদমে মিশিয়া ছিল,
আব্দুল্লার মস্তকে আইলো,
নবী পাইয়া ধন্য হইলো আমেনার জঠর।
ঈদের সন্দেশ পাইলো মক্কা শহর।।
নবী দ্বীনের রাসুল।।
নবী চল্লিশে নবুয়্যাত পাইলো,
পঞ্চাশে মেরাজে গেল,
বায়ান্নতে হিযরত নবীর ইয়াশরিব শহর।
দুনিয়ার হায়াৎ নবীর তিষট্টি বছর।।
নবী দ্বীনের রাসুল।।