দুশ্চিন্তা

দুশ্চিন্তা

- মোঃ আবু তালেব

এক জীবে মইরা গেলে
আরেক জীবে আহার করে-
আমি মইলে ওগো দয়াল
না জানি কার উদর ভরে।

যেমন সিংহে কিংবা বাঘে-
বধে গো-মহিষে-মৃগে।
আবার কেহ বা সময় সুযোগে
বাঘ সিংহেই আহার সারে।।

দেখিয়াছি মোরগ ব্যাটায়-
পীপিলিকা-উইপোকা খায়।
আবার দেখি আমার থালায়
খাবার রূপে মোরগটারে।।

জানিনা কার ক্ষুধার জ্বালায়-
স্বাদের পরাণ যায় চলে যায়।
বাচাতে নিজেরে সদায়
মরিতে ডাকে আমারে।।