দুঃসাহস

দুঃসাহস

- আতাউল হাকিম আরিফ

বিষন্ন ভ্রমণ শেষে
স্নানের পর রোদ্দুরে চিকচিক করা
তোমার মায়াবী চোখ দুটি
বুনে দিয়েছে আমার স্বপ্নের দুয়ার।

আজ বাতাসের মাতাল সরোবরে
তোমার ধূসর বাদামী রং মাখা শরীর
স্পর্শ করি তৃষ্ণার জলে,
ততক্ষণে হৃদয় গহীনে বাধা
সাঁকো ভেঙে চুরমার!

আমি না হয় বৃষ্টির বন্দনা করলাম
টর্নেডোর পূর্বাভাস ছিলো কিছুটা
কিন্তু মেয়ে-
তুমি কেন এতটা দুঃসাহস দেখালে?