দর্পণ ছাড়া দেখি নাই কভু আপন চেহেরা

দর্পণ ছাড়া দেখি নাই কভু আপন চেহেরা

- মোঃ আবু তালেব

পুস্তকে পড়ে আর অন্যের মুখে শুনে নিজেকে দাবি কর সৃষ্টির সেরা;
সর্বোচ্চ প্রশংসায় ভেসেছ বটে, কোনদিন খোঁজ নাই প্রমাণ চুলচেরা।
আমি কিন্তু তোমাকে বহু বহু রূপে দেখিয়াছি- সর্ব নিকৃষ্ট থেকে সর্বোৎকৃষ্ট-
আর আমি? আমি ত তুমিই- দর্পণ ছাড়া দেখি নাই কভু আপন চেহেরা।