থুতুকীর্ত

থুতুকীর্ত

- আতাউল হাকিম আরিফ

রৌদ্রলোকে দাঁড়িয়ে কিছু মানুষের থুতুকীর্তি অবলোকন করছি
জানি, ওদের শরীরে আলোর গতি স্পর্শ করেনা!
কুয়োর ব্যাঙের মতো চলছে জীবন...
ছেঁড়া মলিন কাপড়েও জমে থাকে দুঃখের স্তুপ!
বক রাক্ষসের আছড় কিংবা অসহিষ্ণু সময়ের প্লাবনে
তবুও ওরা শান্ত, কাতর, বিষণ্ন!
ওদের জীবনে অসহিষ্ণু শিশ্নের কোলাহল নেই!
চতুর্মুখী অভিঘাতে আত্ম উন্মোচন শব্দটি
নিতান্তই পরিহাসের নামান্তর।
শ্যাওলা জমা জীবনে থুতু 'র মাহাত্ম্য অনেকটায় চিঁড়েভেজা গন্ধের মতোই।