ত্বাইয়িবা
- মোঃ আবু তালেব
ক্বালমা ত্বাইয়িবা থাকে যেন সদায় মুখে-
যতই আসুক বিপদ কি বা থাকি সুখে।।
লা ইলাহা ইল্লালাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
সাক্ষ্য দিচ্ছিঃ কোন মাবুদ নাই,
ছাড়া এক আল্লাহ।
তার প্রেরিত রাসুল মুহাম্মদ-
সালাম নবীকে।।
বিপদ যদি আসে কভু,
ত্বাইয়িবা যেন না ভুলে যাই-
মরণ কালের শেষের বাক্যে-
ত্বাইয়িবা থাকুক জিহ্বার আগায়।
যেন ঈমান নিয়ে যেতে পারি-
পরলোকে।।
হাশরের ঐ কঠিন দিনে
ত্বাইয়িবা হোক জপমালা;
কি আর চাইবো এই দুনিয়ায়,
হে দয়াময় খোদা তালাহ।
ভেস্ত চাইনা ইচ্ছে হলে-
পুরে দিও ঐ দোযখে।।