তোমার আঁখির কসম

তোমার আঁখির কসম

- মোঃ আবু তালেব

প্রিয়া হয়ে এসেছ যখন ভেস্তে তুমিই শুনিও গান;
হুরীদের রানি হয়ে তুমিই আমায় করিও শারাব পান ।
তোমার আঁখির কসম সাকি- ছোঁব না আর হারাম মদ;
পৃথিবী হোক, বেহেশত হোক আমার কাছে সব সমান!