তুমি- আমি আছি নিরাবরণ শুষ্কতায়
- আতাউল হাকিম আরিফ
এক আঁজলা পানি খাওয়ায় দাও
দিলদরিয়া ভালবাসা দিমু তোমায়....
ওগো, আঁজলা পানি কোথায় পাবো?
সোয়ারিঘাট, রাজাঘাট, বালুঘাট, বাদামতলী
গলুই গলুই গ্যাঞ্জাম.....
বুড়িগঙ্গার তীরে এখন শুধুই গন্ধ ভাসে!
নদীরবুকে ঢেউ নেই, ভালবাসার বৈঠাও নেই
তুমি-আমি আছি, নিরাবরণ শুষ্কতায়।