তুমি আমার বায়োস্কোপ
- মোঃ আবু তালেব
তুমি এলে, যেন নীল আকাশে
কিছু তারারা হেসে উঠল।
তুমি হেসে দিলে, বুকের ভেতর
কিছু খোলা জানালা খুলে গেল।
হাত ধরার আগে,
তোমার চোখের ভাষা পড়তে শিখেছি,
চাঁদ ছোঁয়ার আগে
তোমার কথাগুলোতে ভিজে আছি।
কখনো ভাবিনি, ভালোবাসা এত সহজ হতে পারে,
তুমি এসে সব এলোমেলো সুন্দর করে দিলে।
একটা স্মাইলি তোমার, হাজারটা ইমোশন,
তুমি আমার মনের বায়োস্কোপ, জীবন আমার তোমার সেশন।
কথাগুলো কম, অনুভূতিগুলো বেশি,
তোমাকে ছাড়া যেন জীবনটা ফাঁকা এক ডিস্কো লাইট।
তোমার হাসি আমার মিউজিক, তোমার ছোঁয়া আমার বীট,
তুমি আমার নেশা, তুমি আমার লাভ-ইনফিনিট।
শুনো, এ শহরের সব পথ ঘুরে
তোমার দিকে নিয়ে যায়—
তুমি এলে, যেন সব গানের নোট
আমার মনে বেজে যায়।
কেউ জানে না, তোমার মতো
কেউ এতটা কাছে আসতে পারে।
তুমি আমার সবকিছু, তুমি আমার সেরা জয়,
তুমি ছাড়া যেন আমি আছি,
তবে বাঁচছি না হয়।