জীবনের আলোা

জীবনের আলো

- শাহ্ আলম আল মুজাহিদ

জ্ঞান—হৃদয়ের খোরাক;
অর্থ—জীবনের নীরব সঙ্গী।
স্বাস্থ্য—শরীরে ভোরের আলো,
চরিত্র—অন্ধকারে জ্বলতে থাকা স্থির প্রদীপ।
বুদ্ধি—সব সম্পদের নীরব পথপ্রদর্শক।