জরুরী বিষয়
- মোঃ আবু তালেব
(মন) না চিনে তোর রব-নবী-দ্বীন
যাসনে কবরে।
জিজ্ঞাসিলে মুনকার-নকীর
বলবি কি তারে?
রবকে যদি চিনতে চাস মন,
সুরা ফাতিহা পড়রে এখন।
সকল প্রশ্নের আছে উত্তর-
এর ভিতরে।।
নবী কে তোর-কে তোর নেতা,
তাইয়্যেবা পড় এবার হেথা।
তবেই পাবি তার পরিচয়-
সন্দেহ কীরে!?!
নূর-এ-মদিনা আনল যে দ্বীন,
তার সাথেই থাকিস চিরদিন।
কুরআন-হাদিস-সালাত-সিয়াম-
এ পথের হীরে।।