জন্মান্তর

জন্মান্তর

- মোঃ আবু তালেব

শপথ ভোরের হাওয়ার,
শপথ প্রথম আলো।
শপথ নদীর স্রোত আর
শপথ পথের ধুলো।
শপথ আমার খোদার
জান তোমাকেই ভালবাসি-
তাইতো আমি বারবার
এই পৃথিবীতে ফিরে আসি।।

তোমার জন্য সেজেছি আদম
কখনো সেজেছি ই'সূফ-
কখনো মজনু- ফরহাদ কভু,
কখনো বা নবী আইয়ুব।
তুমিও এসেছো পৃথিবীতে
ফের ভিন্ন ভিন্ন নামে।
তোমার শরীর ভিজে আছে দেখ
আমার দেহের ঘামে।।

শপথ আমার খোদার
জান তোমাকেই ভালবাসি-
তাইতো আমি বারবার
এই পৃথিবীতে ফিরে আসি।।

কখনো প্যারিস-কখনো সিজার
কখনো বা শাহজাহান।
কখনো আমি সেলিম কভু
সম্রাট সোলেমান।
কখনো গোঠের রাখাল সেজেছি-
বসেছি কদম শাখা।
তোমার জন্য লিখে দিতে পারি
প্রিয় এ শহর ঢাকা।।

শপথ আমার খোদার
জান তোমাকেই ভালবাসি-
তাইতো আমি বারবার
এই পৃথিবীতে ফিরে আসি।।