চোখের নেশার ভালবাসা

চোখের নেশার ভালবাসা

- মোঃ আবু তালেব

চলছে জীবন নদীর মতো, চলতে চলতেই হবে শেষ।
চোখের নেশার ভালবাসা- তবু রয়ে যায় রে রেশ।

তোমার জন্য কাঁদে পরাণ- হয়তো হবে আমার কেউ।
কোন জনমের ভালবাসা, জানে শুধু নদীর ঢেউ। ।

বইছে তুরাগ-শীতলক্ষ্যা-গোয়ালিয়া-যমুনা।
ইচ্ছে হলেই চলে এসো -এইতো আমার ঠিকানা। ।