চোখের কাজল

চোখের কাজল

- মোঃ আবু তালেব

আর নয় কৃষ্ণ জনম-
আর জনমে হই যেন তোর চোখের কাজল।
সয়না রাই আর জ্বালাতন
বিচ্ছেদে প্রাণ হইলো বিকল।

তার বৃন্দাবনে আসতে দেরী-
মন যে আমার আর মানে না।
তাই তো আমি বংশীধারী-
ও সখিগণ তাও জানো না!
আমি মরলে এবার বিছা হবো-
(হবো) হাতের বালা-শাড়ির আঁচল।।
সয়না রাই আর জ্বালাতন
বিচ্ছেদে প্রাণ হইলো বিকল।

আর জনমে বিনোদিনী
তোর ও খোঁপার ফুল হবো।
কর্ণের দোল হয়ে তোরে
ঘুমপাড়ানি গান শুনাবো।
আমি না হলে তোর ঘুঙুর-নোলক
মানব জনম পুরাই বিফল !।।
সয়না রাই আর জ্বালাতন
বিচ্ছেদে প্রাণ হইলো বিকল।