ষোল বসন্তে ও ফুল কলি,
আঠারো তে সদ্য ফুটে।
কত পথিক মূর্ছা যায় ঐ
গোলাপ ফোটা গোলাব ঠোঁটে !
অগণিত পথিক মাঝে
আমিও এক আত্মভোলা-
ঐ হাসিতেই লুটিয়ে দি' সব
ভুলিয়ে নিতে জীবন-জ্বালা।
ভর পেয়ালা মদ যেন ঐ
সাড়ে তিন হাত অঙ্গখানি !
তাই ত নেশায় বুঁদ হয়ে রই-
তৃষ্ণাতে আর চাই না পানি !
প্রিথিবীতেই বেহেশত খুঁজি,
ডাগর আঁখির তন্বী হুরী।
'হাওয়া'-ই সে অব্ধিজা আর
মদালসা, কারণবারি।
বদনাম হয় হোকনা আরও
পাই যদি এক পেয়ালা সুরা-
এক পায়ে ঠাট দাঁড়িয়ে রবো
যা ইচ্ছে তাই ভাবুক ওঁরা।
আমি মহাপাপীই হবো
নিয়ম-কানুন তোমরা মানো-
চাঁদবদনী, রূপের ছটায়
আজকে আমায় মৃত্যু হানো !