ঘুঙুরটা আজ বাজুক জোরে

ঘুঙুরটা আজ বাজুক জোরে

- মোঃ আবু তালেব

আস্তে বাঁজাও তবলা-সানাই,
ঘুঙুরটা আজ বাজুক জোরে।
জলসাটা আজ উঠুক জমে-
রূপ, নেশা আর গানের সুরে।।

আনো আরও আঙ্গুর পেষা,
রাতের মতো বাড়ুক নেশা।
নাচো সাকী খেমটা নাচো-
কথক নৃত্য ফেল ছুড়ে।।

মদালসায় হয় না নেশা,
আসল নেশা অধরে তোর!
একটুখানি নেশার নেশায়-
নিতি নিশি সাজাই আসর।

আগুন রাঙা রূপের বাহার-
ধরায় বুকে আগুন আমার।
রুম ঝুম ঝুম ঝুম নাচের তালে
নিভুক অনল হৃদয় পুরে'।।